কুষ্টিয়ার খোকসা উপজেলার উথলী খাকী দেওয়ান ও চিকনাই দেওয়ান এর মাজার সংস্কার কাজে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে।
গত কয়েক দিন থেকেই নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই চলছে মাজার সংস্কারের কাজ। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার শিমুল খান খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি তাই তিনি নিয়ম নিতির তোয়াক্কা না করেই নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে মাজার সংস্কারের কাজ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাজার সংস্কার করার কাজ চলছে। সেখানে যেসব ইট ব্যবহার করা হয়েছে তার অধিকাংশ নিম্নমানের ইট। সাংবাদিকদের কাছে দুই নাম্বার ইট দিয়ে কাজ হচ্ছে সেটা বলে দেওয়ার পর ফোনে তাকে হুমকি পযর্ন্ত দেওয়া হয় যে, বেশি কথা বললে বা এটা নিয়ে কোন নিউজ হলে আমি কোন কাজ না করেই কাজের বিল তুলে নিব দেখি কে আমাকে ঠেকায়।
স্থানীয় কয়েকজন জানান, শুরু থেকেই কাজে অনিয়ম করা হচ্ছে। মাজারের পুরাতন ইট ভেঙে ওই ইট দিয়ে কাজ করেছে। আবার নিম্নমানের খুয়া, বালি দিয়ে কাজ চালানো হচ্ছে। এভাবে অনিয়ম করে কাজ চলতে থাকলে মাজার বেশি দিন টিকসই হবে না। সঠিকভাবে মাজারের কাজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার শিমুল খান বলেন, মাজার সংস্কার কাজে কোন অনিয়ম হয়নি। নিয়ম অনুযায়ী করা হচ্ছে। ওখানে কাজ বুঝে নেবার দায়িত্বে আছেন ওই মাজারের সেক্রেটারী অথচ কেউ কখোনো সেক্রেটারীকে ওই কাজের স্থানে আজ পযন্তও দেখেনি।