কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাসুদ পারভেজ সোহাগ(৩৩) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) বিকেলের দিকে ডিবি পুলিশের হাতে
কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকা হতে সোহাগ গ্রেফতার হয়েছে।
জানা গেছে, কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই অনুপ কুমার মন্ডল নেতৃত্বাধীন একটি টিম কুষ্টিয়ার ত্রিমোহনী ত্রিমোহনী মোড়স্থ সরদার পান স্টোরের সামনের পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালীন মোঃ মাসুদ পারভেজ সোহাগকে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়েছে। সোহাগ তার ইহামাহা ভি-৩ লাল-কালো মোটর সাইকেল এর ছিট কভারের নিচে অভিনব কায়দায় টাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে রেখেছিল। গ্রেফতারকৃত সোহাগ কুষ্টিয়ার মৃত আকমল হোসেনের ছেলে।
এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
ডিবি পুলিশ উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।