সিরাজগঞ্জের সলঙ্গায় ৮০ বছর বয়সে জামাই পিঠা বিক্রি করে সংসার চলাচ্ছে গরিব অসহায় সাবেদ আলী এই শিরোনামে নিউজ ২১ বাংলা টিভিতে সংবাদ প্রকাশ করার পরে সংবাদিক শেখ মাহবুব ও সাগর আহমেদ নামে মানবিক ব্যক্তি ফেজবুকে পোষ্ট করেন, একটি টিউবওয়েলের জন্য দীর্ঘদিন যাবত পানির কষ্টে ভুগছিলেন, সলঙ্গা থানার জগজীবন পুর গ্রামের সাবেদ আলীর পরিবার, পোষ্ট করার পরে নজরে আসে নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবিক ব্যক্তির, সোমবার সকালে টিউবওয়েল স্থাপনের জন্য ৭ হাজার টাকা দিয়ে ১১৩ নং টিউবওয়েল স্থাপন করে দেন তিনি।
এদিকে টিউবওয়েল হলেও নেই কোন টয়লেট, ছোট ছোট দুটি ঘর তার নেই কোন দরজা নেই কোন জানালা অনেক কষ্টে জীবন যাপন করছে পরিবার টি। জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবার ও এলাকাবাসী।