শিরোনাম
টানা কয়েক দিনের বর্ষণে জলাবদ্ধতায় রূপগঞ্জে দুই লাখ মানুষের দুর্ভোগ প্রতারক মান্নান ও ওরফে ডিসির সিও মানিকের খপ্পরে পড়ে অসহায় সেলিনা পারভীন আজ সর্বহারা! নওগাঁয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনয় সভাপতি ও তসলিম সাধারণ সম্পাদক নির্বাচিত মৌমাছি স্কুলের খুদে শিক্ষার্থীরা আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্ট্যাডি ট্যুরে একটি হারানো বিজ্ঞপ্তি নিউজ ২১ বাংলা টিভি’র পরিচালকের দ্বায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন যশোর হোমিওপ্যাথিক কলেজ হামলা-মারপিট ও পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার দুই ১৯৮৮ সালের পর এমন পরিস্থিতি কখনও দেখেননি শেরপুরবাসী কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সাংবাদিকের সাথে ভুলবোঝাবুঝি হয়েছে- বদলগাছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক রাষ্ট্র সংস্কারের পাশাপাশি কিছু মৌলিক বিষয়ে কাজ করার প্রস্তাব জামায়াতের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিন : মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে! পুলিশকে অপরাধের তথ্য দিন দ্রুত ব্যবস্থা নেয়া হবে কুষ্টিয়া পুলিশ সুপার কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

ভারতে গিয়ে এমপি আনার নিখোজ!

সাকিব রহমান, ঝিনাইদহ প্রতিনিধি:
আপলোড সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন পাঁচ দিন,বাড়ছে পরিবারের উৎকন্ঠা ও দুশ্চিন্তা!

আজ পাচঁ দিন ধরে পরিবার ও দলীয় নেতারা মোবাইল ও হোয়াটসঅ্যাপে এমপির সাথে যোগাযোগ করতে পারছেন না। সংসদ সদস্যর এপিএস আব্দুর রউফ জানান, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় তার পরিচিত বন্ধু গোপালের বাসাতে ওঠেন। পরদিন ১৩ মে হোয়াটসঅ্যাপে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সর্বশেষ ১৪ মে একবার কথা হওয়ার পর তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন করতে পারছেন না পরিবার ও রাজনৈতিক নেতারা। সে কারণে সবার মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে।

এ ছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে বলেও জানান পরিবারের লোকজন। শনিবার এমপির ভাতিজা সাইমনসহ তিনজন ভারতে পৌঁছেও এমপির কোন সন্ধান পাননি।
এদিকে, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে যাওয়ার পরদিন শুধু কথা হয়েছে। এরপরে তিনি কোথায় আছেন, কেনো ফোন বন্ধ, কী ঘটনা ঘটেছে তারা জানতে পারেননি। সে কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুঃশ্চিন্তায় রয়েছেন।

এদিকে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘আমরা গতকাল বিষয়টি উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনেছি। ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে দলীয় হাইকমান্ডকে জানিয়েছি।’

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল-আহসান বলেন, ‘কালীগঞ্জের আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। আমরাও শুনেছি, যেহেতু ভারতের মধ্যে ঘটনা সে কারণে আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।’


এই বিভাগের আরও খবর