শিরোনাম
কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক কুড়িগ্রামে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার ও্র বৃক্ষ রোপণ কর্মসূচী বিজিবির আঞ্চলিক অধিনায়কের পুজা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫ কোটালীপাড়ায় দুর্গাপূজার আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১ জন জেল পলাতক আসামি গ্রেফতার। পূর্বাচলে প্লটের দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের অবরোধ-বিক্ষোভ কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

অবাধ নিরেপক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন চেয়ে পিএফজি সিরাজদিখান’র সংবাদ সম্মেলন

আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার:
আপলোড সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

পিএফজি-পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, সিরাজদিখান অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচন চাই সংবাদ সম্মেলন ১৮ যে ২০২৪, শনিবার। সকাল ১১ টা স্থান। প্রেসক্লাব মিলনায়তন, সিরাজদিখান লিখিত বক্তব্য প্রিয় সাংবাদিকবৃন্দ আমাদের আক্ষাদে সাড়া দিয়ে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ায় আপনাদের সকলকে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), সিরাজদিখান এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পিএফজি হলো দি হাঙ্গার প্রজেক্ট (টিএইচপি) বাংলাদেশ এর অনুপ্রেরণায় অঞ্চলভিত্তিক রাজনৈতিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠীগত সহিংসতা প্রশমনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ের নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত একটি বহুদলীয় প্লাটফর্ম।

বর্তমানে বাংলাদেশের ৮৭ টি উপজেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় টিএইচপি এই কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় গত মার্চ ২০২৪ এ MIPS (Multi-stakeholder Initiative for Peace and Stability) প্রকল্পের আওতায় সিরাজদিখান উপজেলায় এই বহুদলীয় প্লাটফর্ম পিএফতি কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে পিএফজি, সিরাজদিখান-এর আত্মপ্রকাশসহ কয়েকটি কার্যক্রমের সচিত্র সংবাদ আপনারা সংবাদমাধ্যমে প্রচার করেছেন, সেজন্য পুনয়ায় আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা অবগত আছেন যে, আগামী ২৯ মে ২০২৪, বুধবার সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দও চূড়ান্ত হয়েছে এবং প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। ইতোমধ্যে সারাদেশে ১ম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, উক্ত নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন উপজেলায় নির্বাচন পূর্ববর্তী, চলাকালীন এবং পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী-সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং সাধারণ ভোটারসহ অনেকে নেতা-কর্মী, পুলিশ সদস্য হতাহত হয়েছে (পত্রিকা সূত্রমতে)। এটা দুর্ভাগ্যজনক যে, এদেশের রাজনীতিতে বহুত্ববাদ, সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধের সংস্কৃতি ভুলুষ্ঠিত প্রায়। রাজনীতি যদি জনকল্যাণের জন্য হয়, তাহলে জনরায় মেনে নেওয়ার মানসিকতা না থাকা কোনোভাবেই জনকল্যাণের রাজনীতি নয়। ফলে নানাভাবে নির্বাচন প্রভাবিত হয় এবং জনমনে নির্বাচনকেন্দ্রিক আশংকা এবং আস্থাহীনতা বিরাজ করে। বিগত উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতির হার পর্যালোচনা করলে বোঝা যায়, নির্বাচনের প্রতি জনগণের প্রত্যাশা দিন দিন কমে আসছে। সরকারি তথ্যমতে, ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো ৬৮ দশমিক ৩২ শতাংশ, ২০১৪ সালে ৬১ শতাংশ এবং ২০১৯ সালে ৪০ দশমিক ২২ শতাংশ। গত ০৮ মে ২০২৪ এ অনুষ্ঠিত ১ম ধাপের নির্বাচনে ১৩৯টি উপজেলায় চেয়ারম্যান পদে ভোট প্রাপ্তির হার ছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ গত চারটি উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতির হার ক্রমান্বয়ে কমেছে এবং এবারের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল সর্বনিম্ন। নির্বাচন এবং নির্বাচনে ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এবং গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। কিন্তু, নির্বাচনকেন্দ্রিক সহিংসতাজনিত ভীতি এবং ভোট দিতে না পারার আশংকা গুরুত্বপূর্ণ এই অধিকার এবং কর্তব্য থেকে নাগরিককে বিচ্যুত করছে। ফলশ্রুতিতে জনমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনবিচ্ছিন্ন প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ একটি জীবন নিছক একটি সংখ্যা নয়; একটি জীবন হলো অসংখ্য সম্পর্কের সেতুবন্ধন, একটি পরিবারের নির্ভরতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শ্রমশক্তি। আমরা পিএফজি’র পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সিরাজদিখানের সকল স্তরের নাগরিক, জনপ্রতিনিধি, প্রার্থী-সমর্থক, পুলিশ এবং জনপ্রশাসনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিবে শান্তির জনপদ সিরাজদিখানে আমরা কোনোরূপ সহিংসতা চাই না, কোনো জীবনহানি চাই না। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিকট উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন, ভোটারদের ভোট প্রদান নির্বিঘ্নকরণে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করবেন, সমর্থকদের শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সহযোগিতা করার নির্দেশনা প্রদান করবেন এবং সর্বোপরি জনরায় মাথা পেতে নেবেন। আমরা পুলিশ এবং জনপ্রশাসনের কাছে অনুরোধ জানাতে চাই, আপনারা সব ধরনের প্রভাবমুক্ত থেকে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন, ঝঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষিত হলে সেই কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদারকরণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন, নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা গ্রহণ করবেন। আমরা উপজেলার সাধারণ ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি, ভোট আপনার নাগরিক অধিকার। আগামী ২৯ মে ২০২৫ তারিখ সিরাজদিখান উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোট প্রদান করে আগামী পাঁচ বছরের জন্য সৎ, যোগ্য প্রতিনিধি নির্বাচনে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করুন। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আজকের সংবাদ সম্মেলনের সংবাদটি আপনার সংবাদ মাধ্যমে প্রচারের অনুরোধ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি।


এই বিভাগের আরও খবর