সিরাজগঞ্জের তাড়াশে শুক্রবার ভোর ০৫.০০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জের তাড়াশ থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চর হামকুরিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২১৬ কেজি গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং মাদক পরিবহন কাজে ব্যবহীত কাভার্ড ভ্যান টি জব্দ করা হয়, উদ্ধারকৃত মাদকের বাজার মূল প্রায় ৮০ লক্ষ টাকা।
শুক্রবার বেলা ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব ১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন
গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার দেবিদার থানার রাজাকাচর গ্রামের নুরু মিয়ার ছেলে আল আমিন ও বাঙ্গারা বাজার থানার রাজা চাবিতলার গ্রামের ইসমত আলীর ছেলে এরশাদ আলী। গ্রেফতারকৃত আসামি দুইজনের বিরুদ্ধে দুটি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।