আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে লতব্দী ৩ ও ৯ ওয়ার্ড রামানন্দন ও কংসপুরাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৫ টার সময় রামানন্দন ও কংসপুরাতে নির্বাচনী প্রচারণা নিয়ে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় কামাল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে এবং আব্দুল হাকিম আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তাঁতী লীগের সভাপতি আসাদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মৃধা নাসির উদ্দিন, হাবিবুল্লাহ ভান্ডারী, মোঃ আকবর হোসেন, মোঃ জমির আলী, আওলাদ হোসেন, মোঃ কামরুল ইসলাম, মিঠু মোল্লা, মোঃ ফয়সাল মোঃ সাগর প্রমুখ। আনিসুর রহমান রিয়াদ বক্তব্যে বলেন স্মার্ট সিরাজদিখান গড়তে হলে শিক্ষিত,বয়োজ্যেষ্ঠ, সৎ সাহসী,দানভীর ব্যক্তিকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে হবে। তাই আমরা যে প্রার্থীকে নিয়ে এসেছি তিনি আর কেউ নন তাকে সবাই চিনেন তাকে সবাই জানেন ঐ গুণগুলি সবই তার আছে। এজন্যেই আপনারা সবাই মোঃ আওলাদ হোসেন মৃধাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। প্রার্থী বক্তব্যে বলেন আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায়ী। ব্যবসা-বাণিজ্যের মায়া ত্যাগ করে আমি আপনাদের কাছে এসেছি কিছু দেওয়ার জন্য । আপনারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন । আমি আপনাদেরকে স্মার্ট সিরাজদিখান উপজেলা উপহার দেব। সকল ধর্মালম্বীদের সাথে নিয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করব।