শিরোনাম
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন সাড়া ফেলেছে ফারহান-ফারিণের ‘মনের মাঝে তুমি’ বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন কোটালীপাড়ায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত কোরআনে বর্ণিত চার অজিফা অর্থ সহায়তায় দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে : উপদেষ্টা সালেহউদ্দিন হামলার কয়েকদিন আগে সাইফের বাড়ি পরিষ্কার করতে যান সেই যুবক নারীরা যত বেশি স্বাবলম্বী হবে, দেশও তত উন্নত হবে : গভর্নর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ গাজায় ফের হামলা শুরু ইসরায়েলের হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশকে উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলকে উন্নত করতে হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

দুইবার রমজান আসবে যে বছর, ঈদ হবে ৩টি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মুসলমানরা রমজান মাসে ২৯ বা ৩০টি রোজা রাখেন। তবে ২০৩০ সালে ৩৬টি রোজা পালন করতে হবে। আর ২০৩৩ সালে পূর্ণ দুই মাস রোজা ও তিনটি ঈদ হতে পারে। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দুবার রমজান মাস পাবেন মুসলিমরা।

২০৩০ সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এই তথ্যের সত্যতা পাওয়া গেছে। ক্যালেন্ডার অনুযায়ী, ২০৩৩ সালেও দুবার পূর্ণ রমজান মাস আসবে এবং সে বছর মোট তিনটি ঈদ উদযাপিত হবে।

বছরে দুবার রোজা রাখার বিষয়টি নিয়ে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ জানান, ২০৩০ সালের ৫ই জানুয়ারি ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ৩ তারিখে শেষ হবে রমজান মাস। এ হিসাবে পবিত্র রমজান মাসের রোজা হবে ৩০টি।

তিনি জানান, একই বছর ২৬শে ডিসেম্বর থেকে ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হবে। ৩১শে ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবেন। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবেন।

এছাড়া, ২০৩০ সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এই তথ্যের সত্যতা পাওয়া গেছে। ক্যালেন্ডারে দেখা গেছে, ওই বছর প্রথম রমজানটি শুরু হবে ৫ই জানুয়ারি, শেষ হবে ৪ঠা ফেব্রুয়ারি এবং দ্বিতীয় রমজান মাসটি শুরু হবে ২৬শে ডিসেম্বর, যা শেষ হবে ২০৩১ সালের ২৪শে জানুয়ারি। সুতরাং, অপর রমজানের ঈদুল ফিতর ঈদটি অনুষ্ঠিত হবে ২০৩১ সালে।

 


এই বিভাগের আরও খবর