দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার। নির্বাচনে মোট তিন প্রার্থীর মধ্যে দুই জন প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
প্রার্থিতা যারা প্রত্যাহার করেছেন তারা হলেন- স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলি নিজামি।
শনিবার দুই প্রার্থী জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে গিয়ে খুলনার আঞ্চলিক কর্মকর্তা ও রিটানিং অফিসার হুমায়ন কবিরের কাছে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
আগামী পাঁচ জুন এ আসনে ব্যালটের মাধ্যমে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। মনোনয়নপত্র বাছাই হয় ১১ মে। ১৮ মে ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ১৯ মে প্রতীক বরাদ্দের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন।
খুলনার আঞ্চলিক কর্মকর্তা ও রিটানিং অফিসার হুমায়ন কবির জানিয়েছেন, রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বে-সরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।
শুরুতে শৈলকুপা ও ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নায়েব আলী জোয়ারদার। পরে যুবলীগ ও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি।
এই বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক থাকা কালে দুর্ধস্বর ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান এবং পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য এবং ভোটের তফসিল ঘোষণা করে ইসি।