বরিশাল উজিরপুর দাসেরহাট খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, ইজারাদারের লোকজন তাদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করে নিচ্ছে। প্রতিবাদ করলেই তাদের পালিত বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হয়।
স্থানীয়রা জানান, এই দাসেরহাট ঘাট উজিরপুর পৌরসভা, উপজেলা , ইসলাদী হয়ে ঢাকা যাওয়ার যাতায়াতের জন্য একমাত্র ভরসা খেয়া। প্রতিদিন এই নদী পারাপার হন হাজার হাজার মানুষ। ইজারাদারের লোকজন যাত্রীদের কাছ থেকে ইচ্ছামাফিক ভাড়া আদায় করে নেয়। যা সবাই জানে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক যাত্রী অভিযোগ করেন, দাসের হাট খেয়াঘাটে ইচ্ছামতো টোল আদায় করা হয়। এখানে জনপ্রতি আদায় করা হয় ২০ টাকা। খেয়াঘাটে মোটরসাইকেলে একাধিক লোক থাকলে ৬০ থেকে ৮০ টাকা। আর অটো বা মালামালসহ দুইজন হলে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। তারা আরও বলেন, একটি সিন্ডিকেট এ খেয়াঘাট নিয়ন্ত্রণ করছে। আর ওই সিন্ডিকেটের লোকজন ট্রলারে যাত্রী পারাপার করে থাকে। তারা ইচ্ছামতোই ভাড়া আদায় করে থাকে। এ ব্যাপারে সিন্ডিকেটের বিরুদ্ধে কারও কথা বলার সাহস পর্যন্ত নেই।
সরে জমিনে শুক্রবার(১৭ মে) বিকেলে গিয়ে দায়িত্বে থাকা ভাড়া আদায়কারীদের কাছে জানতে চাইলে,বলে ১৪ লক্ষ টাকা দিয়া ডাক নিয়েছি।এই কথা বলার সময় শুক্রবার বিকেলে উজিরপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু উপস্থিত ছিলেন তখন তিনি প্রতিবেদককে বলেন ভাই আমি এই দাসের হাট ঘাটের ব্যাপারে কখনোই নাক গলায়নি ।