কুষ্টিয়া সদর উপজেলার ই,বি থানার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের খা পাড়া নামক এলাকায় মৃত ব্যক্তির খানার রান্নাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে বকুল বিশ্বাস (৫৬) নামের একজন নিহত হয়েছেন,এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
সোমবার ১৩ই মে রাত ১০ টার দিকে হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বকুল বিশ্বাস হাতিয়া গ্রামের আত্তাব বিশ্বাসের ছেলে।
জানা যায় পারিবারিক মৃত খানার রান্না করাকে কেন্দ্র করে একই গ্রামের শাজাহান বিশ্বাস ও রাজ্জাক মেম্বর এর মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়।একপর্যায়ে রান্না চলাকালীন সময়ে রাজ্জাক মেম্বর এর লোকজন তার চাচাত ভাই বকুল বিশ্বাস এর লোকের সাথে কথা কাটাকাটি হয় এতে উভয়ের মধ্যে বড় আকারে রুপ নিলে লাঠির আঘাতে বকুল বিশ্বাস মারাত্বক জখম হয়।পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন চলাকালে তিনি মারা যান।
এলাকায় উত্তেজনা বিরাজ করলেও অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা যায়।