বাউল সম্রাট লালন সাইজির বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে এটিএন নিউজ ও এটিএন বাংলা টেলিভিশন সব সময় বাউল শিল্পীদের পাশে থাকবে বললেন এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান।
মেহেরপুর সফর শেষে ফেরার পথে সন্ধ্যায় কুষ্টিয়ার সেউরিয়াই বাউল সম্রাট লালন সাঁইজির মাজার পরিদর্শন কালে তিনি এই প্রতিশ্রুতি দেন এ সময় এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। তারা লালন একাডেমীর শিল্পীদের মনমুগ্ধোকর গান উপভোগ করেন। অনুষ্ঠানের ডঃ মাহফুজুর রহমান বলেন লালন একাডেমী শিল্পীদের গান বিশ্বের লালন ভক্ত সহ সবার মাঝে ছড়িয়ে দিতে এটিএন নিউজ ও এটিএন বাংলা টেলিভিশন সবসময় পাশে থাকবে। তার প্রতিশ্রুতিতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লালন একাডেমীর কলা কুশলী ও শিল্পী বিন্দরা।