সিরাজগঞ্জের শিল্পপার্কে গ্যাস সংযোগ পাইপে আটকে পড়া এক শ্রমিককে ২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই শ্রমিকের নাম সোহাগ (৩০)।
সোমবার (৬ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি দুখিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর ২ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে তাকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। শ্রমিক সোহাগ ভোলার চরফ্যাশনের শশীভূষণ এলাকার মো. সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ‘দুপুরে পাইপের ভেতর ঢুকে মাটি কেটে পাইপ স্থাপনের কাজ করছিলেন সোহাগ। এ সময় পাইপের মধ্যে আমরা চারজন ছিলাম। এ সময় হঠাৎ করে পাইপের মুখে মাটি ধসে পড়ে। তখন সোহাগের পেট থেকে পা পর্যন্ত মাটিতে চাপা পড়ে। কিন্তু তার মুখ পাইপের ভিতর থাকায় শ্বাস নিতে পারছিলেন না।’পরে তাকে উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে সিলিন্ডারে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে পাইপের ওপর থেকে মাটি সরিয়ে সোহাগকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর পাইপে আটকে পড়া শ্রমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এরপর এক্সকেভেটর দিয়ে মাটি কেটে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় তাকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান বলেন, ‘ওই শ্রমিককে এখানে আনা হলে তাকে ভর্তি করে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে তার বড় কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি ভালো ও শঙ্কামুক্ত আছেন।’