শিরোনাম
৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক ছবি ও অ্যাপ ডিলিট ছাড়াই আইফোনের স্টোরেজ খালি করুন! কোস্ট গার্ড উপকূলীয় জনগণের নিকট আস্থার প্রতীকে পরিণত : স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত পরিবেশ, জনস্বাস্থ্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে অবস্থান কর্মসূচি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার বেনাপোলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত  সদরপুরে ড্রামট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত, ১ মিরপুরে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আহবায়ক কমিটি ঘোষনা নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু তিনদিন ঘন কুয়াশা পড়ার আভাস
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

‘দরবেশ’ পরিচয়ে কথা বলে চিকিৎসকের কাছ থেকে নিলেন ২৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ‘দরবেশ’ পরিচয় দিয়ে এক নারী চিকিৎসকের কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়েছেন এক ব্যক্তি। কিন্তু ওই চিকিৎসকের পারিবারিক সমস্যার সমাধান হয়নি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে গত বছরের ৭ নভেম্বর রাজধানীর খিলগাঁও থানায় মামলা করেন ওই চিকিৎসক।

ওই মামলার তদন্তের সূত্র ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতারক চক্রের প্রধান আশিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার মাগুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের আরও ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া।

মোহাম্মদ আলী বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিতেন চক্রের সদস্যরা। সেই বিজ্ঞাপনে লটারি পাইয়ে দেওয়া, ভাগ্যবদল, পাওনা টাকা আদায়, মামলায় জেতানো, পারিবারিক সমস্যা সমাধানের কথা বলা হতো। আধ্যাত্মিক ও তান্ত্রিক ক্ষমতাবলে বিপদগ্রস্ত মানুষের বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারবে—এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হতো।

সিআইডির প্রধান বলেন, ‘দরবেশ বাবা’ পরিচয়দানকারী চক্রের সদস্যরা ঢাকার বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে বাসাভাড়া নিয়ে প্রতারণা করে আসছিলেন। মানুষের সঙ্গে প্রতারণা করতে তাঁরা দুটি কৌশল নিতেন। তাঁরা দৈবচয়নের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে পরিচিত অথবা অর্থ সম্পদশালী ব্যক্তিদের দারোয়ান বা গাড়িচালকদের সঙ্গে সম্পর্ক করতেন।

মোহাম্মদ আলী বলেন, পরে ওই চালক ও দারোয়ানের মাধ্যমে নির্দিষ্ট পরিবারের গোপন তথ্য সংগ্রহ করতেন। তাঁদের কাছ থেকে ‘টাগেট’ পরিবারের নানা সমস্যা কৌশলে জেনে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর নম্বর সংগ্রহ করতেন। এরপর শুরু করতেন প্রতারণা। স্ত্রীর কাছে স্বামীর বদনাম এবং স্বামীর কাছে স্ত্রীর বদনাম করে ঝামেলা তৈরি করতেন। তখন তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হতো। এরপর ‘দরবেশ’ পরিচয়ে চক্রের আরেক সদস্য কল করে সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দিতেন।

সিআইডিপ্রধান বলেন, এভাবেই চক্রটি পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে এক নারী ভুক্তভোগীর কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ‘দরবেশ বাবা’ পরিচয়ে কয়েক ধাপে নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করত প্রতারক চক্র।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সিআইডিকে বলেছেন, ২০২০-২১ সাল থেকে তাঁরা এই প্রতারণার সঙ্গে জড়িত। প্রথম দিকে তাঁরা বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিতেন। পরে তাঁরা পত্রিকা ও বিভিন্ন চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিতে থাকেন। ভুক্তভোগী সাধারণ মানুষের সমস্যা সমাধানের নামে ভয়ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে মুঠোফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) নম্বরে টাকা নিতেন তাঁরা।

সিআইডি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪১টি মুঠোফোন, বিপুলসংখ্যক সিমকার্ড ও ডিজিটাল আলামত উদ্ধার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর