প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে তার সাম্প্রতিক তিন দিনের সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন করবেন।
শুক্রবার সকাল ১০টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি মিউনিখে যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন।
মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন এবং সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারপ্রধান হিসেবে এটি ছিল তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর।
সূত্র : বাসস
Prime Minister Sheikh Hasina will hold a press conference on Friday at 10 am at Ganobhaban to inform the media about the outcomes of her recent three-day visit to Munich, Germany. The information was disclosed by the Prime Minister’s press wing. During her stay in Munich, she participated in the Munich Security Conference 2024 and held bilateral meetings with world leaders on the sidelines of the conference. This was her first international trip after the victory in the 12th National Parliamentary Elections.
Source: BSS