সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল চরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এছাড়া একজন আহত হয়েছে। নিহতরা হলেন
বেতিল চর এলাকার আবু তারার ছেলে দুই সন্তানের জনক আলামিন (২৮) ও খামারগ্রামের আঃ হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)। নিহত মারুফ হোসেন বেতিল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকালে এনায়েতপুর থানার বেতিল স্পার বাধ সংলগ্ন বেতিল চরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে মারাত্নকভাবে আহত হলে তাদের স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
এদিকে তাদের আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।