চলছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। নতুন সিনেমার প্রিমিয়ার, লালগালিচায় তারকাদের দ্যুতি মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে এবারের আসর। রয়টার্স অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে
ফটোকলে হাঙ্গেরিয়ান মডেল বারবারা পালভিন। রয়টার্স
লালগালিচায় ‘বিটিং হার্টস’ সিনেমার অভিনয়শিল্পীরা। সিনেমাটি এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে। রয়টার্স
অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার প্রদর্শনীতে সিনেমার নির্মাতা পায়েল কাপাডিয়া, অভিনয়শিল্পী দিব্য প্রভা ও কানি কাসরুতি।
.‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার প্রদর্শনীতে লালগালিচায় প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের সাজে হাজির হন এক ব্যক্তি। মুহূর্তেই সব ক্যামেরা ঘুরে যায় তাঁর দিকে
কানে হাজির চেক মডেল ও টিভি সঞ্চালক পেত্রা নেমকোভা।
বিটিং হার্টস’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন মডেল বেলা হাদিদ। লালগালিচা থেকে তিনি উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছেন। রয়টার্স
কানে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। রয়টার্স