জাতীয় শিক্ষাসপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে লোকনৃত্য প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র, জেলা যুব ফোরামের সাংস্কৃতিক সম্পাদক,ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাকিল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ২১ মে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় লোকনৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩য় স্থান অধিকার করেন শাকিল ইসলাম।
এর আগে উপজেলা ও জেলায় উচ্চাঙ্গ নৃত্যে প্রথম স্থান অধিকার করেন।বিভাগীয় শিক্ষা বিভাগের আয়োজনে পর্যায়ে লোকনৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।