ইউটিউবে সাড়া ফেলেছে ছোটপর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান ও ফারিণ খান অভিনীত নাটক ‘মনের মাঝে তুমি’। গত ১৭ জানুয়ারি ইউটিউবে নাটকটি মুক্তির পর মাত্র ২১ ঘণ্টার ব্যবধানে ২ দশমিক ৩ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।
ভিন্নধর্মী গল্পের এই নাটকটি দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে। দর্শকদের অনেকেই ফারহান ও ফারিণের অভিনয়ের প্রশংসা করেছেন। নাটকটি নিয়ে অভিনেতা ফারহান বলেন, ‘মনের মাঝে তুমি’ নাটকে কাজ করে ভীষণ ভালো লেগেছে। ক্যারিয়ারে অনেক কাজই করেছি। এটি আমার কাছে ভিন্ন ধাঁচের মনে হয়েছে। পাশাপাশি আমার জন্য চ্যালেঞ্জিংও ছিল। নাটকটি দেখে দর্শকরা নিরাশ হবে না।
অভিনেত্রী ফারিণ বলেন, ভীষণ সুন্দর একটি গল্প। শুটিংয়ে অনেক প্ররিশ্রম করার পাশাপাশি বেশ মজাও করেছি আমরা। টিমের সবাইও অনেক আন্তরিক ছিলেন। কাজ করে ভালো লেগেছে। দর্শকরাও পছন্দ করছেন। সব মিলিয়ে ভালো লাগছে।
উল্লেখ্য, আব্রাম তামিমের চিত্রনাট্য ও সংলাপে ‘মনের মাঝে তুমি’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।