বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে শহরে একটি শোভাযাত্রা বের হয়৷ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল, মোনাজির হোসেন সুজন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ।