কুষ্টিয়া মিরপুর রেলওয়ে স্টেশনে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বলেন ২৮ নভেম্বর বিকেলে মিরপুর রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির সুবেদার কে এম আলম খানের নেতৃত্বে সদর ব্যাটালিয়নে বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি কালো ব্যাগে ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ লক্ষ ৩০ হাজার টাকা। হেরোইন উদ্ধারে মিরপুর রেলওয়ে ষ্টেশন থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানা যায়।