ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মীদের মূল্যায়নে নতুন পথ, এপিএর বদলে জিপিএমএস চালু আসরানির মৃত্যু, অক্ষয়ের স্মৃতিতে ভাসছে এক সপ্তাহ আগের শুটিং মুহূর্ত স্পিনেই ৫০ ওভার! ওয়ানডে ইতিহাসে নজিরবিহীন ঘটনা, রেকর্ড ভাঙার পথে ম্যাচ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ১৩১ জন চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, ৪ জনের মরদেহ উত্তোলন তেলাপোকা মারতে গিয়ে অগ্নিকাণ্ড, পুড়ল পুরো অ্যাপার্টমেন্ট সাইবার আইনের মামলায় ঢাকার ঘটনায় বগুড়া থেকে ধরা পড়লেন ছাত্রনেতা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে নজর রাজনৈতিক দলগুলোর একনেকে পাস ১৩ প্রকল্প, ব্যয় ধরা হয়েছে ১৯৮৮ কোটি টাকা সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা

ভূমধ্যসাগরে ডুবে গেল রুশ জাহাজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

ভূমধ্যসাগরে ডুবে গেল রাশিয়ার পণ্যবাহী একটি জাহাজ। জাহাজটির নাম উরসা মেজর। ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর এটি ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়া।

এই ঘটনায় জাহাজের অন্তত দু’জন ক্রু নিখোঁজ রয়েছেন। 
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০০৯ সালে তৈরি করা জাহাজটির পরিচালনার দায়িত্বে ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক সরঞ্জাম নির্মাণ কোম্পানি ওবোরোনলোগিস্তিকার। কোম্পানিটি বলেছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্টকের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজ উরসা মেজর। জাহাজের ডেকে বিশাল আকারের দু’টি ক্রেন ছিল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজের ১৬ ক্রু সদস্যের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে স্পেনে নেওয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত দু’জন ক্রু নিখোঁজ ছিলেন। তবে কী কারণে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি।

স্পেনে নিযুক্ত রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ  বলেছে, কোন পরিস্থিতিতে জাহাজটি ডুবে গেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে স্পেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে রুশ দূতাবাস।

জাহাজের মালিক কোম্পানি ওবোরোনলোগিস্তিকা ও এসকে-ইয়ুগ জাহাজটির ডুবে যাওয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকায় ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজের পেছনের দিকের অংশ ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজ থেকে ডুবে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়। তবে ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। যদিও মঙ্গলবার রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম লাইফ ডট আরইউ এই ভিডিও প্রকাশ করেছে।

জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণে দেখা যায়, গত ১১ ডিসেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বন্দর থেকে ভ্লাদিভোস্টকের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজ উরসা মেজর। সোমবার ভূমধ্যসাগরের আলজেরিয়া ও স্পেনের জলসীমায় থাকাকালীন জাহাজটি থেকে সর্বশেষ বার্তা পাঠানো হয়। পরে ওই এলাকায় জাহাজটি ডুবে যায়।

এর আগে, জাহাজটির গন্তব্য সিরিয়ার টারতুস বন্দর ছিল বলে জানানো হয়। যদিও পরবর্তীতে সেন্ট পিটার্সবার্গ ত্যাগ করার সময় জাহাজটির পরবর্তী গন্তব্য রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দর ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল এসপানল বলেছে, ডুবে যাওয়া রুশ জাহাজের ক্রু সদস্যদের স্পেনের কার্টেজেনা বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের নৌবাহিনীর একটি জাহাজসহ বেশ কয়েকটি জাহাজ ক্রুদের উদ্ধার অভিযানে অংশ নেয়। আগামী ২২ জানুয়ারি ভ্লাদিভোস্টক বন্দরে পৌঁছানোর কথা ছিল জাহাজটির। সূত্র: রয়টার্সদ্য গার্ডিয়ানদ্য মস্কো টাইমস

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মীদের মূল্যায়নে নতুন পথ, এপিএর বদলে জিপিএমএস চালু

ভূমধ্যসাগরে ডুবে গেল রুশ জাহাজ

আপডেট সময় : ০২:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ভূমধ্যসাগরে ডুবে গেল রাশিয়ার পণ্যবাহী একটি জাহাজ। জাহাজটির নাম উরসা মেজর। ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর এটি ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়া।

এই ঘটনায় জাহাজের অন্তত দু’জন ক্রু নিখোঁজ রয়েছেন। 
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০০৯ সালে তৈরি করা জাহাজটির পরিচালনার দায়িত্বে ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক সরঞ্জাম নির্মাণ কোম্পানি ওবোরোনলোগিস্তিকার। কোম্পানিটি বলেছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্টকের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজ উরসা মেজর। জাহাজের ডেকে বিশাল আকারের দু’টি ক্রেন ছিল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজের ১৬ ক্রু সদস্যের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে স্পেনে নেওয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত দু’জন ক্রু নিখোঁজ ছিলেন। তবে কী কারণে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি।

স্পেনে নিযুক্ত রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ  বলেছে, কোন পরিস্থিতিতে জাহাজটি ডুবে গেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে স্পেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে রুশ দূতাবাস।

জাহাজের মালিক কোম্পানি ওবোরোনলোগিস্তিকা ও এসকে-ইয়ুগ জাহাজটির ডুবে যাওয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকায় ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজের পেছনের দিকের অংশ ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজ থেকে ডুবে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়। তবে ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। যদিও মঙ্গলবার রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম লাইফ ডট আরইউ এই ভিডিও প্রকাশ করেছে।

জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণে দেখা যায়, গত ১১ ডিসেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বন্দর থেকে ভ্লাদিভোস্টকের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজ উরসা মেজর। সোমবার ভূমধ্যসাগরের আলজেরিয়া ও স্পেনের জলসীমায় থাকাকালীন জাহাজটি থেকে সর্বশেষ বার্তা পাঠানো হয়। পরে ওই এলাকায় জাহাজটি ডুবে যায়।

এর আগে, জাহাজটির গন্তব্য সিরিয়ার টারতুস বন্দর ছিল বলে জানানো হয়। যদিও পরবর্তীতে সেন্ট পিটার্সবার্গ ত্যাগ করার সময় জাহাজটির পরবর্তী গন্তব্য রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দর ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল এসপানল বলেছে, ডুবে যাওয়া রুশ জাহাজের ক্রু সদস্যদের স্পেনের কার্টেজেনা বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের নৌবাহিনীর একটি জাহাজসহ বেশ কয়েকটি জাহাজ ক্রুদের উদ্ধার অভিযানে অংশ নেয়। আগামী ২২ জানুয়ারি ভ্লাদিভোস্টক বন্দরে পৌঁছানোর কথা ছিল জাহাজটির। সূত্র: রয়টার্সদ্য গার্ডিয়ানদ্য মস্কো টাইমস