ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত দেড়টার দিকে ছোনকা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে একজন অজ্ঞাতনামা নারী (৪০) হঠাৎ করে সড়কে উঠে পড়লে দ্রুতগামী একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তে স্থানীয়ভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও তার কোনো আত্মীয়স্বজন কিংবা পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত দেড়টার দিকে ছোনকা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে একজন অজ্ঞাতনামা নারী (৪০) হঠাৎ করে সড়কে উঠে পড়লে দ্রুতগামী একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তে স্থানীয়ভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও তার কোনো আত্মীয়স্বজন কিংবা পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।