শিরোনাম
মহেশখালীতে এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে হোপ হসপিটাল উদ্বোধন অসহায় গৌরদাসের পাশে ইউএনও মঈনুল হক নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি যাদের দোয়া কবুল হয় না নওগাঁ সরকারি কলেজে মেলা পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ গুম-আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু : মাহফুজ আলম রমজানে রাজধানীর ২৫ স্পটে সুলভে মিলবে মাংস-ডিম-দুধ গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন মঞ্জুর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

মুসলমানের জরুরি কাজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

পবিত্র ইসলাম ধর্মের মৌলিক কাজ পাঁচটি। ইমান, নামাজ, জাকাত, রোজা ও হজ। যার মধ্যে এই পাঁচটি বিষয় পাওয়া যাবে তিনি মুসলমান। ইমান হলো ইসলামের প্রথম কাজ। যার মধ্যে ইমান নেই, তিনি মুসলমানই নন। ইমানের দাবি হলো, আল্লাহকে এক স্বীকার করা ও কাজকর্মে তা প্রমাণ করা। রসুলুল্লাহ (সা.)-কে শেষ নবী স্বীকার করা ও জীবনের সব ক্ষেত্রে তাঁকে অনুসরণ করা। ইমানের পর নামাজের গুরুত্ব বেশি। এক হাদিসের মর্মানুসারে মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য নামাজের। হাশরের ময়দানে আল্লাহর পাওনা হিসেবে নামাজের বিচার কার্যক্রম হবে সর্বপ্রথম। রসুলুল্লাহ (সা.) ইন্তেকালের আগে উম্মতের প্রতি সর্বশেষ অছিয়ত হিসেবে বলেন, নামাজ, নামাজ এবং শ্রমিকের প্রতি সদাচরণ কর। মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। যাদের যথেষ্ট ও সংগতি সম্পদ আছে, তাদের জাকাত প্রদান করা এবং পবিত্র হজ পালন করা ফরজ।

ভালোমন্দ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া ইহকাল ও পরকালে কেউ কারও কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না। এই বিশ্বাস অন্তরে লালন করা এবং কাজকর্মে তা বাস্তবায়ন করা প্রতিটি মুসলমানের একান্ত দায়িত্ব।

মুসলমানদের ওপর কোরআন এবং হাদিসের বিধান পালন করা বাধ্যতামূলক। কোরআন-হাদিসে নেই এমন কোনো বিধান অথবা কোরআন-হাদিসের বিপক্ষে কোনো বিষয়ে যে বা যারাই বলে, তা পালন করা মুসলমানের জন্য অবৈধ।

ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারও জন্য ইবাদত করা অথবা কাউকে দেখানোর নিয়তে ইবাদত করা শিরক বা অমার্জনীয় মহাপাপ। অতএব আল্লাহ ছাড়া কাউকে ভক্তি করা, আল্লাহ ছাড়া কারও জন্য কোনো স্থানে যে কোনো ধরনের মানত ও ইবাদত করা হারাম।

আল্লাহর পর রসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা। তাঁকে ভালোবাসা ইমানের অংশ। রসুলুল্লাহ (সা.)-কে আল্লাহ থেকে মহান অথবা সমান সাব্যস্ত করা মহাপাপ। জীবনের যাবতীয় ক্ষেত্রে রসুলুল্লাহ (সা.)-কে অনুসরণ করা এবং তাঁর আদর্শে জীবন গড়া, তাঁকে সত্যিকার ভালোবাসার পরিচয় বহন করে। যার মধ্যে রসুলুল্লাহ (সা.)-এর আদর্শ নেই, তার জন্য রসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসার দাবি করা অবাস্তব।

ইসলামি শরিয়তে প্রমাণিত নয় এমন কিছু করা অথবা শরিয়তের কোনো কিছু বাড়িয়ে কমিয়ে আমল করা বিদআত হিসেবে গণ্য হবে। অতএব যারা কোরআন-হাদিস ও ইসলামি শরিয়তে নেই এমন কোনো কাজ করবেন, তারা রসুলুল্লাহ (সা.)-এর সুপারিশ পাবেন না। নবীজির হাতে তারা কাউছার ঝরনার পানিও পাবেন না। পরকালে তারা খুবই ক্ষতিগ্রস্ত হবেন। মহান পভু ঘোষণা করেন, ‘হে রসুল বলুন, আমি কী তোমাদের ওই সব লোকের সংবাদ দেব, যারা কর্মের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। ওরাই সেই লোক, যাদের আমল এই জীবনেই পণ্ড হয়। যদিও তারা মনে করে তারা সৎকর্মই করেছে’ (সুরা আল কাহাফ-১০৩/১০৪)।

হানাহানি, মারামারি, প্রতিশোধপ্রবণতা, গালমন্দ করা, কুধারণা করা, অন্যের দোষ চর্চা করা মহাপাপ। ঝগড়া থেকে মুক্ত থাকার জন্য যে ব্যক্তি ন্যায়সংগত দাবিও ছেড়ে দেবে তাকে আল্লাহ বেহেশতের উত্তম স্থান প্রদান করবেন (তাবরানি)। বিবাদ সৃষ্টি করা মুনাফিক এবং ইবলিশ শয়তানের কাজ।

অন্যের দোষ খোঁজা মহাপাপ। তাই অন্যের দোষ খোঁজাখুঁজি না করে নিজের দোষ খোঁজা এবং তা সংশোধন করা ইসলামের বিধান। বর্তমান যুগ, সংস্কার ও দিনবদলের। সবাই নিজেকে সংস্কারের দিকে এগিয়ে এলে গোটা সমাজ স্বাভাবিকভাবে বদলে যাবে। অতএব নিজেকে সংস্কার করা ও নিজের প্রতিষ্ঠানকে সংস্কার করাই হবে আমাদের প্রথম কাজ (সুরা মায়িদাহ-১০৫)।

নামাজ, রোজা পালন করা ফরজ ও মহৎ কাজ। নামাজ রোজার চেয়েও গুরুত্বপূর্ণ এবং ফজিলতের কাজ হলো ঝগড়াবিবাদ ও তর্কবিতর্ক পরিহার করে পরস্পর মিলেমিশে চলা (আবু দাউদ)।

মহিলাদের জন্য চারটি কাজ অতিগুরুত্বপূর্ণ। রসুলুল্লাহ (সা.) বলেন, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, নিজের সতীত্ব সংরক্ষণ করবে আর স্বামীর অনুগত হবে, তাকে বলা হবে ‘বেহেশতের যে দরজা দ্বারা ইচ্ছা তুমি বেহেশতে প্রবেশ কর’ (সহিহ ইবনে হিব্বান)।

পর্দা লঙ্ঘন করা মহাপাপ। মহিলাদের গলার স্বর এবং চলার শব্দ উচ্চ করাও ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। যারা এসব মানে না, তারা ইসলামকে অমান্য করল।

হারাম খাবারে যে শরীর গঠিত হবে, তা বেহেশতে যাবে না। অতএব দুর্নীতি, সুদ, ঘুষ, মাদক, জুয়া, লটারি, ক্যাসিনো এবং অবৈধ ও প্রতারণামূলক লেনদেনের সঙ্গে কোনো মুসলমান সম্পৃক্ত হতে পারে না (আহমদ)।

লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা


এই বিভাগের আরও খবর