শিরোনাম
যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার জালিমের করুণ পরিণতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

মেকআপ অবস্থায় অজু করার বিধান

অনলাইন ডেস্ক
আপলোড সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সাইদেয়া মারুফা। একজন কলেজ শিক্ষার্থী। তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মেকআপ করেন। গরমের সময় ঘামে নষ্ট হয় না অথবা সামান্য পানিতে নষ্ট হয় না এমন মেকআপও তিনি করে থাকেন। কখনো কখনো মেকআপ পুরোপুরি পরিষ্কার না করেই তাঁকে অজু করতে হয়। তাঁর প্রশ্ন হলো, মেকআপ অবস্থায় অজু করলে কি অজু হয়?

প্রাজ্ঞ আলেমরা বলেন, মেকআপের উপকরণ পানিরোধক না হয় এবং সে মুখে রেখে অজু করলে যদি চামড়া পর্যন্ত পানি পৌঁছানোর নিশ্চয়তা থাকে, তবে মেকআপ অবস্থায় অজু করলে অজু হয়ে যাবে। আর যদি মেকআপ পানিরোধক হয়, তবে অজু হবে না। মেকআপ অপসারণ করে অজু করতে হবে। কেননা চামড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ।

এ বিষয়ে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে লেখা হয়েছে, ‘যদি অজুর কোনো স্থানে সুইয়ের আগা পরিমাণ জায়গা শুকনা থাকে অথবা নখের গোড়ায় শুকনা বা ভেজা মাটি লেগে থাকে, তবে তা জায়েজ হবে না (অজু হবে না)। তবে হাতে যদি খামির বা মেহদির দাগ দেয়, তবে অজু হবে। আল্লামা দাবুসি (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি খামির (আদা বা ময়দার) তৈরি করে। তার হাতে খামির লেগে থাকে এবং তা শুকিয়ে যায়। এমন ব্যক্তি অজু করলে হবে? তিনি বলেন, অল্প পরিমাণ হলে জায়েজ যাবে। এমনিভাবে নখের নিচে যদি কিছু আটা আটকে থাকে, তবে সেখানে পানি পৌঁছানো ওয়াজিব। কেননা সেখানে অজুর কিছু অংশ রয়েছে।

ইমাম জাহেদ আবু নসর সাফফার (রহ.) লেখেন, যদি নখ এত লম্বা হয় যে আঙুলের কিছু অংশ ঢেকে যায়, তবে তার নিচে পানি পৌঁছানো ওয়াজিব। আর নখ ছোট হলে তা ওয়াজিব নয়।

জামিউস সগিরে লেখা হয়েছে, যে ব্যক্তির নখ বড় এবং তার নখে ময়লা থাকে, অথবা যে ব্যক্তি মাটির কাজ করে, অথবা যে নারী মেহদি দিয়ে আঙুল রাঙিয়েছেন বা যাঁর হাতে চামড়ার আবরণ লেগে থাকে, এদের প্রত্যেকের ব্যাপারে বিধান হলো এদের অজু হয়ে যাবে।

শর্ত হলো- এগুলো চামড়া পর্যন্ত পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না, পানি পৌঁছাতে কোনো সমস্যা হবে না। কেউ যদি চুল-দাঁড়িতে খিজাব ব্যবহার করে এবং শুকিয়ে যাওয়ার পানি পৌঁছাতে বাধা দেয়, তবে ব্যক্তির অজু ও গোসল হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, পবিত্রতা অধ্যায় : ১/৪)

সর্বোপরি বলতে চাই- আল্লাহ সর্ব বিষয়ে সবচেয়ে ভালো জানেন।


এই বিভাগের আরও খবর