গতকাল দুবাইয়ে গ্লোব সকারের পুরস্কার নিতে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন রোনালদো। মঞ্চে গিয়ে আল নাসর তারকা বলেন, ‘এই পুরস্কার জেতা আমার জন্য দারুণ সন্তুষ্টির। এখানে আমার বড় ছেলে আছে। স্ত্রীও উপস্থিত।
এবার প্রেমিকা জর্জিনাকে ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন রোনালদো।
এবারই প্রথম নয়, অতীতে আরও বেশ কয়েক বার জর্জিনাকে রোনালদো স্ত্রী বলে সম্বোধন করেছেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে রোনালদো জর্জিনাকে ‘ওয়াইফ’ উল্লেখ করেন সিআরসেভেন। জর্জিনার সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস গেম খেলার প্রস্তুতির কথা বলতে গিয়ে রোনালদো ‘আমার স্ত্রী’ শব্দটি ব্যবহার করেন।
রোনালদো-জর্জিনার সংসারের দুই সন্তান ছাড়াও পর্তুগিজ তারকা আরো তিন সন্তানের জনক হন। এর মধ্যে বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় তিনি কখনও প্রকাশ করেননি রোনালদো।