ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আট বছর ধরে একসঙ্গে থাকছেন। দুজনের সংসারে এসেছে দুই সন্তানও। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ের কথা বেশ কয়েকবার শোনা গেলেও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে এ ধরনের খবর কখনোই নিশ্চিত করেননি।
এবার প্রেমিকা জর্জিনাকে ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন রোনালদো।
এবার প্রেমিকা জর্জিনাকে ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন রোনালদো।
রোনালদো-জর্জিনার সংসারের দুই সন্তান ছাড়াও পর্তুগিজ তারকা আরো তিন সন্তানের জনক হন। এর মধ্যে বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় তিনি কখনও প্রকাশ করেননি রোনালদো।