ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ খেলেছে ৬১ শতাংশ ডট বল জাপানি প্যাভিলিয়নে মঙ্গলের উল্কাপিণ্ড, দর্শকদের ছোঁয়ার সুযোগ সংসদের ২৫৫ পদে একটিও না পাওয়া ছাত্রদল, জয়ী হয়েছে ছাত্রশিবির ২৩৪ পদে জুলাই যোদ্ধাদের’ সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত: আসিফ মাহমুদ মানবতাবিরোধী অপরাধের বিচার জুলাই থেকে দ্রুততর হবে শাহজালাল বিমানবন্দরে আগুন, উৎস কার্গো ভিলেজে শৈলকূপায় জিয়া সাইবার ফোর্স এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সহকারী এটর্নি জেনারেল ব্যারিস্টার রনভীরের উদ্যোগে মসজিদ নির্মান সুন্দরগঞ্জে মালতোলা হিলফুল ফুজুল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর উপহার গাজীপুরে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ্য টাকা জরিমানা

ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানি ষড়যন্ত্র, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে জয়ী হওয়া প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় এক ইরানি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। ইরানি কমান্ডার কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে জেলে বসে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।

ইরানি বিপ্লবী গার্ড কর্পস এরোস্পেস ফোর্স বা ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নির্দেশে এক ইরানি নাগরিক এই হত্যাচেষ্টার সাথে জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

শুক্রবার (৯ নভেম্বর) বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেন। যদিও আলোচিত-সমালোচিত ফারহাদ শাকেরি এই অভিযোগ অস্বীকার করেন।

ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের অজ্ঞাতনামা এক কর্মকর্তা গত সেপ্টেম্বরে ট্রাম্পের উপর নজরদারি চালানোর দায়িত্ব দেন ফারহাদ শাকেরিকে। শুধু তাই নয়, সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা করতেও বলেছিলেন। তখন আরও বলা হয়, সুযোগ মতো ট্রাম্পকে হত্যা করতে হবে। সেই মতো ফারহাদ শাকেরি ট্রাম্পের উপর নজরদারি চালান। তবে হত্যার পরিকল্পনা করতে পারেননি।

ওই অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তা তখন বলেন, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত হত্যা পরিকল্পনা স্থগিত রাখ হোক। কারণ তার বিশ্বাস ছিল, ট্রাম্প হারবেন। তখন তাকে হত্যা করা অপেক্ষাকৃত সহজ হবে।

আন্তর্জাতিক কূটনীতিতে এই ঘটনা বড়সড় প্রভাব ফেলতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। দাবি করা হচ্ছে, মার্কিন ভূখণ্ডে ট্রাম্পসহ আমেরিকার সরকারি কর্মকর্তাদের হত্যার চেষ্টা করেছে ইরান।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীদিনে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। ফারজাদ শাকেরি কে? এই প্রশ্নের উত্তর জানা গিয়েছে। তিনি তরুণ বয়সে আমেরিকায় এসেছিলেন। স্টেটেন আইল্যান্ডের ৩৬ বছর বয়সী জোনাথন লোডহোল্ট এবং ব্রুকলিনের ৪৯ বছর বয়সী কারলিসলে রিভেরা নামের দুই ব্যক্তির সঙ্গে বৃহত্তর হত্যার ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে শাকেরির বিরুদ্ধে।

তবে ফারহাদ শাকেরি কত সালে আমেরিকায় এসেছিলেন, কোথায় থাকতেন, সেই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

উল্লেখ্য, পেনসিলভানিয়ার বাটলারের কাছে গত ১৩ জুলাই একটি প্রচার সমাবেশের সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এই ঘটনায় প্রাণে বেঁচে যান তিনি। গুলিটি তার ডান কানে লাগে। এরপর ট্রাম্পের নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরে ঘটনাস্থল থেকে ট্রাম্পকে সরিয়ে দেন। পরে বন্দুকধারীকে গ্রেপ্তারের পর জানা যায়, সে পেনসিলভানিয়ার বেথেল পার্কের ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ খেলেছে ৬১ শতাংশ ডট বল

ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানি ষড়যন্ত্র, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০৩:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে জয়ী হওয়া প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় এক ইরানি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। ইরানি কমান্ডার কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে জেলে বসে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।

ইরানি বিপ্লবী গার্ড কর্পস এরোস্পেস ফোর্স বা ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নির্দেশে এক ইরানি নাগরিক এই হত্যাচেষ্টার সাথে জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

শুক্রবার (৯ নভেম্বর) বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেন। যদিও আলোচিত-সমালোচিত ফারহাদ শাকেরি এই অভিযোগ অস্বীকার করেন।

ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের অজ্ঞাতনামা এক কর্মকর্তা গত সেপ্টেম্বরে ট্রাম্পের উপর নজরদারি চালানোর দায়িত্ব দেন ফারহাদ শাকেরিকে। শুধু তাই নয়, সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা করতেও বলেছিলেন। তখন আরও বলা হয়, সুযোগ মতো ট্রাম্পকে হত্যা করতে হবে। সেই মতো ফারহাদ শাকেরি ট্রাম্পের উপর নজরদারি চালান। তবে হত্যার পরিকল্পনা করতে পারেননি।

ওই অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তা তখন বলেন, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত হত্যা পরিকল্পনা স্থগিত রাখ হোক। কারণ তার বিশ্বাস ছিল, ট্রাম্প হারবেন। তখন তাকে হত্যা করা অপেক্ষাকৃত সহজ হবে।

আন্তর্জাতিক কূটনীতিতে এই ঘটনা বড়সড় প্রভাব ফেলতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। দাবি করা হচ্ছে, মার্কিন ভূখণ্ডে ট্রাম্পসহ আমেরিকার সরকারি কর্মকর্তাদের হত্যার চেষ্টা করেছে ইরান।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীদিনে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। ফারজাদ শাকেরি কে? এই প্রশ্নের উত্তর জানা গিয়েছে। তিনি তরুণ বয়সে আমেরিকায় এসেছিলেন। স্টেটেন আইল্যান্ডের ৩৬ বছর বয়সী জোনাথন লোডহোল্ট এবং ব্রুকলিনের ৪৯ বছর বয়সী কারলিসলে রিভেরা নামের দুই ব্যক্তির সঙ্গে বৃহত্তর হত্যার ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে শাকেরির বিরুদ্ধে।

তবে ফারহাদ শাকেরি কত সালে আমেরিকায় এসেছিলেন, কোথায় থাকতেন, সেই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

উল্লেখ্য, পেনসিলভানিয়ার বাটলারের কাছে গত ১৩ জুলাই একটি প্রচার সমাবেশের সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এই ঘটনায় প্রাণে বেঁচে যান তিনি। গুলিটি তার ডান কানে লাগে। এরপর ট্রাম্পের নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরে ঘটনাস্থল থেকে ট্রাম্পকে সরিয়ে দেন। পরে বন্দুকধারীকে গ্রেপ্তারের পর জানা যায়, সে পেনসিলভানিয়ার বেথেল পার্কের ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস।