শিরোনাম
যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার জালিমের করুণ পরিণতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

দুই লাখের বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

পেট্রোবাংলা গত অর্থবছরে সারাদেশে মোট ২,০৬,৬৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৪৪৩.৬৪ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করেছে।পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেছেন, ১ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

পেট্রোবাংলার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ম্যাজিস্ট্রেট ও গ্যাস কোম্পানির কর্মকর্তাদের নেতৃত্বে মোট ৫৫টি দল অভিযান পরিচালনা করে।
অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে এ অভিযানে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার প্রায় ২৫ মিলিয়ন ঘনমিটার গ্যাস সাশ্রয় হয়েছে বলে জানান তিনি।

পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকায় ১৯ লাখ প্রিপেইড মিটার বসানোর একটি প্রকল্প চলছে।

তিনি আরো বলেন, বর্তমানে সিস্টেম লস ৮ দশমিক ৫ থেকে ৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে সিস্টেম লস ২ শতাংশের কম আনার লক্ষ্য আমাদের রয়েছে।’

এদিকে তিতাস অভিযান চালিয়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প বিভাগের ৫,২৯৪টি সংযোগ কেটে ২৯ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করেছে।

তিতাসের এমডি শাহনওয়াজ পারভেজ বলেন, ৮ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ২২ অক্টোবর, ২০২৪ পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে দিনে ২০ লাখ টাকার বেশি মূল্যের ৪১,৩৭,০৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে।

এক প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য সরকার নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে।
বাখরাবাদ, জালালাবাদ ও কর্ণফুলী গ্যাস সঞ্চালন এলাকায়ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে একই ধরনের অভিযান চলছে।


এই বিভাগের আরও খবর