শিরোনাম
কুষ্টিয়ায় পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ, ৫৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত কুষ্টিয়ার সিমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার, যুবক আটক লটারি জিতে রাতারাতি কোটিপতি স্যানিটারি মিস্ত্রি শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’ খোঁজ মিলেছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ভারতের পতাকা মাড়ানোর ‘ভাইরাল’ ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বাংলাদেশের পতাকা অবমাননার সময় পশ্চিমবঙ্গে হাতেনাতে গ্রেফতার ৩ যুবক সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি এই দেশে আর ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ভারতীয় নাগরিক আটক সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু হার না মানা একজন উদার মনের মানুষ ইকবাল হোসেন এর  স্বপ্ন  বো/মা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হু/মকি হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

তানজিমের বাবা-মায়ের প্রতি তারেক রহমানের সমবেদনা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে মঙ্গলবার ভোরে ‘ডাকাতের ছুরিকাঘাতে’ নিহত বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের (২৩) পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মি অফিসারদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুর পৌণে ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা এলাকায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে পৌঁছায়।
প্রতিনিধি দলের সদস্যরা ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা, মা ও বোনসহ পরিবারের অন্যান্য সদস্যের সাথে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি সান্তনা দেন।
এরপর তারা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের কবর জিয়ারত এবং সেখানে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও, প্রতিনিধি দলের সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
মোনাজাত শেষে প্রতিনিধি দলের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত সাংবাদিকদের বলেন, তানজিম হত্যায় জড়িতদের ধরতে সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, ক্রিমিনালদের ধরার পর তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এই পরিস্থিতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দেশে এখনো অনেক অরাজকতা বিরাজ করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। ডাকাত কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে এবং পার্টি পলিটিক্স পেছনে রেখে একসাথে কাজ করতে হবে।
এ সময় মেজর জেনারেল (অব.) আকবর উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে কয়েক দিনের জন্য যুক্তরাষ্টে গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সাথে তার বৈঠক হয়েছে।
তিনি বলেন,‘এটা আমাদের গর্বের বিষয়। আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা এনেছে, কোনমতেই সেই অর্জনকে বিফল হতে দেওয়া যাবে না। এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশে যাতে কোন সময়ে ফ্যাসিবাদি সরকার না হতে পারে আমাদের সেই চেষ্টা করতে হবে।
তিনি আরো বলেন, আমরা যদি ইলেকশন কমিশনকে স্বাধীন ও ট্রান্সপারেন্ট করতে পারি, তাহলে দেশে আর কোন ফ্যাসিস্ট সরকার জন্ম নিবে না। এই দুটি ইনস্টিটিউশন ঠিক করতে পারলে বাংলাদেশ ঠিক থাকবে এবং ক্রমাগত অগ্রসর হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশকে উন্নত করতে পারবো।’
‘তানজিম নামটা বাংলাদেশের ইতিহাসে ও সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্জন ইউনিফর্ম পরে অপারেশন করতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে মারা গেছেন। এটা একটা খুবই দু:খজনক।’
সাত সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) সিদ্দিক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল রশিদ, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) সাঈদ, অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক ও মেজর (অব.) মান্নান। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর