ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ

  • NEWS 21 BENGLA TV
  • আপডেট সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে জামালপুরে ট্রেন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে শহরের মির্জা আজম চত্ত্বরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। পরে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন ১ ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

জানা গেছে, দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেন এবং মারপিট করেন। এ সময় শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়েন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ভাঙচুর এবং ইট পাটকেল নিক্ষেপ করেন। এ নিয়ে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, দুই স্টেশনে দুটি ট্রেন আটকা পড়েছে। শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, কিছু অপ্রীতি ঘটনা ঘটলেও কোনও মামলা মোকদ্দমা হয়নি। এ ঘটনায় কোনও আটক হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ

আপডেট সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে জামালপুরে ট্রেন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে শহরের মির্জা আজম চত্ত্বরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। পরে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন ১ ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

জানা গেছে, দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেন এবং মারপিট করেন। এ সময় শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়েন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ভাঙচুর এবং ইট পাটকেল নিক্ষেপ করেন। এ নিয়ে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, দুই স্টেশনে দুটি ট্রেন আটকা পড়েছে। শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, কিছু অপ্রীতি ঘটনা ঘটলেও কোনও মামলা মোকদ্দমা হয়নি। এ ঘটনায় কোনও আটক হয়নি।