শিরোনাম
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন সাড়া ফেলেছে ফারহান-ফারিণের ‘মনের মাঝে তুমি’ বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন কোটালীপাড়ায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত কোরআনে বর্ণিত চার অজিফা অর্থ সহায়তায় দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে : উপদেষ্টা সালেহউদ্দিন হামলার কয়েকদিন আগে সাইফের বাড়ি পরিষ্কার করতে যান সেই যুবক নারীরা যত বেশি স্বাবলম্বী হবে, দেশও তত উন্নত হবে : গভর্নর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ গাজায় ফের হামলা শুরু ইসরায়েলের হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশকে উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলকে উন্নত করতে হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

‘শতবর্ষ’ পর মুক্ত পরিবেশে হাঁটবে ২ প্রজাতির ১৩০০ ক্ষুদ্র শামুক

অনলাইন ডেস্ক
আপলোড সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

চিড়িয়াখানায় জন্মানো এক হাজার ৩০০-এরও বেশি মটর দানার আকারের শামুক মুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। এগুলো ধীরগতিতে আটলান্টিকের একটি প্রত্যন্ত দ্বীপে হেঁটে বেড়াবে। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ডেসার্টাস দ্বীপের শামুকের দুটি প্রজাতি বন্য পরিবেশে ফিরল।

এর আগে তাদের এক শতাব্দীরও বেশি সময় ধরে বিলুপ্ত বলে মনে করা হতো। সংরক্ষণবাদীদের একটি দল মাদেইরার কাছে ডেসার্টা গ্র্যান্ড দ্বীপের পাথুরে খাড়া ঢালে কিছুসংখ্যক শামুক আবিষ্কার করার পর এই প্রজাতিকে রক্ষার পরিকল্পনা নেওয়া হয়।

 

শামুকগুলোকে যুক্তরাজ্য ও ফ্রান্সের চিড়িয়াখানাগুলোতে নেওয়া হয়, যার মধ্যে চেস্টার চিড়িয়াখানাও ছিল। সেখানে তাদের জন্য রূপান্তরিত শিপিং কনটেইনারে একটি বিশেষ পরিবেশ তৈরি করা হয়।

এই ক্ষুদ্র মোলাস্কগুলো (কম্বোজ প্রাণী) পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল মাদেইরার ঠিক দক্ষিণ-পূর্বে ডেসার্টা গ্র্যান্ডের পার্বত্য এলাকায় তীব্র বাতাসের মাঝে স্বাভাবিকভাবে বাস করত। কিন্তু মানুষের আনা ইঁদুর, ইঁদুরজাতীয় প্রাণী ও ছাগলের কারণে তাদের আবাসস্থল ধ্বংস হয়ে যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে কয়েকটি সংরক্ষণ অভিযান চলাকালে সংরক্ষণবাদীরা দ্বীপে মাত্র ২০০টি জীবিত শামুক খুঁজে পান। এই শামুকগুলোকে সংগ্রহ করে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।

চেস্টার চিড়িয়াখানায় ৬০টি শামুককে আদর্শ খাবার, গাছপালা ও তাদের প্রয়োজনীয় পরিবেশ সরবরাহ করে সংরক্ষণ করা হয়। 

চিড়িয়াখানায় জন্মানো এক হাজার ৩২৯টি নতুন শামুককে শনাক্ত করার জন্য নিরাপদ রং ও নেইল পলিশ দিয়ে চিহ্নিত করা হয় এবং বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। মাদেইরার প্রাকৃতিক সংরক্ষণ ও বন বিভাগের জীববিজ্ঞানী ডিনার্টে টেইক্সেইরা বলেন, ‘এটি রঙের একটি কোড, যা আমাদের শামুকগুলো কোথায় ছড়িয়ে পড়ছে, কতটা বৃদ্ধি পাচ্ছে, কতগুলো বেঁচে আছে এবং নতুন পরিবেশে কিভাবে মানিয়ে নিচ্ছে তা পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।’

শামুকগুলোকে বুগিও দ্বীপে পুনর্বাসিত করা হয়েছে। এটি ইলহাস ডেসার্টাস (মরুভূমি দ্বীপপুঞ্জ) দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ ও বর্তমানে একটি প্রাকৃতিক অভয়ারণ্য, যেখানে আগ্রাসী প্রজাতি নির্মূল করা হয়েছে।

 

চেস্টার চিড়িয়াখানার গেরার্ডো গার্সিয়া বলেন, ‘এটি একটি প্রজাতি পুনরুদ্ধার পরিকল্পনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি সব ঠিকঠাক চলে, আগামী বসন্তে আরো শামুক মুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। এটি একটি বড় দলের প্রচেষ্টার ফল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রজাতিকেও সংরক্ষণ করা সম্ভব বলে দেখিয়েছে।’

চেস্টার চিড়িয়াখানার আরেক কর্মকর্তা হিদার প্রিন্স বলেন, ‘এই শামুকগুলো দ্বীপগুলোর প্রাকৃতিক বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা মাটি পুষ্টিকর করে তোলে, যা গাছপালা বৃদ্ধি করতে সহায়তা করে। এই ক্ষুদ্র শামুক ও অন্য ছোট প্রাণীদের ভূমিকা প্রায়ই উপেক্ষিত হয়। কিন্তু তারা বাস্তুতন্ত্র রক্ষায় অপরিহার্য।’


এই বিভাগের আরও খবর