ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামলীতে ছিনতাই : আসামি কবির কারাগারে

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামলীতে দেশীয় অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার আসামি কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।

এ দিন আসামি কবিরকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ।

এর আগে, সোমবার ভোরে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ কবিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

গত শুক্রবার সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক অফিসের যাওয়ার সময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে। এরপর তার সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার শরীরের জামা ও জুতা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে নানা ধরনের প্রতিক্রিয়া জানান অনেকেই। সিসিটিভির ফুটেজ দেখা যায়, ছাতা হাতে থাকা শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। দুইজন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়। অন্য একজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।

তাদের মধ্যে দুই জনের মাথায় হেলমেট ছিল, আর একজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলে নেয়। ছিনতাই শেষে তিনজন আবার মোটরসাইকেলে ওঠে দ্রুত পালিয়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শ্যামলীতে ছিনতাই : আসামি কবির কারাগারে

আপডেট সময় : ১২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

রাজধানীর শ্যামলীতে দেশীয় অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার আসামি কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।

এ দিন আসামি কবিরকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ।

এর আগে, সোমবার ভোরে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ কবিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

গত শুক্রবার সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক অফিসের যাওয়ার সময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে। এরপর তার সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার শরীরের জামা ও জুতা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে নানা ধরনের প্রতিক্রিয়া জানান অনেকেই। সিসিটিভির ফুটেজ দেখা যায়, ছাতা হাতে থাকা শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। দুইজন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়। অন্য একজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।

তাদের মধ্যে দুই জনের মাথায় হেলমেট ছিল, আর একজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলে নেয়। ছিনতাই শেষে তিনজন আবার মোটরসাইকেলে ওঠে দ্রুত পালিয়ে যায়।