ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানার পূর্ব নয়াটোলা এলাকার একটি বাসায় সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত সুব্রত বরিশালের উজিরপুর উপজেলার সাহেবের হাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। হাতিরঝির এলাকার নয়াটোলায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (১ জুলাই) এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। মৃতের চাচাতো ভাই পলাশ দত্ত জানান, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে ঝুলে থাকে। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই যুবকের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ

আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

রাজধানীর হাতিরঝিল থানার পূর্ব নয়াটোলা এলাকার একটি বাসায় সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত সুব্রত বরিশালের উজিরপুর উপজেলার সাহেবের হাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। হাতিরঝির এলাকার নয়াটোলায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (১ জুলাই) এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। মৃতের চাচাতো ভাই পলাশ দত্ত জানান, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে ঝুলে থাকে। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই যুবকের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।