ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীকে গুলি

  • Meghla
  • আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার পথরোধ করে গুলি করার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আহতকে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

পুলিশ ও আহতের পরিবার জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ থেকে বের হয়ে মোটরসাইকেল করে মালতি পোর্ট কলোনীর বাসায় ফিরছিলেন বন্দরের কর্মচারী আসিফ নাঈম (২৮)। পথিমধ্যে বন্দর বিপণী মার্কেটের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তার পথরোধ করে। মোটরসাইকেলটিতে দুইজন লোক ছিলেন। এ সময় ওই গাড়ীতে থাকা দুর্বৃত্তরা আসিফ নাঈমকে গুলি করে পালিয়ে যান। ওই গুলি আসিফ নাঈমের বাম পায়ের রানে লাগে। পরে পথচারী অপর বন্দর কর্মচারী মোঃ আল-আমিন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে আসিফের পা থেকে গুলি বের করা হয়। তারপরও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে তার উন্নত চিকিৎসার জন্য রাত সোয়া ৯টার দিকে খুলনা সিটি মেডিকেলে পাঠানো হয়েছে। আসিফ নাঈম মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবিভাগে ওয়ারলেস অপারেটর (বেতার চালক) পদে কর্মরত রয়েছেন।

আহত আসিফ নাঈম বলেন, সিবিএর (মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ) দ্বন্দ্বেই তার উপর এই গুলির ঘটনা ঘটেছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা অপরাধীদের সনান্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ্য টাকা জরিমানা

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীকে গুলি

আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার পথরোধ করে গুলি করার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আহতকে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

পুলিশ ও আহতের পরিবার জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ থেকে বের হয়ে মোটরসাইকেল করে মালতি পোর্ট কলোনীর বাসায় ফিরছিলেন বন্দরের কর্মচারী আসিফ নাঈম (২৮)। পথিমধ্যে বন্দর বিপণী মার্কেটের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তার পথরোধ করে। মোটরসাইকেলটিতে দুইজন লোক ছিলেন। এ সময় ওই গাড়ীতে থাকা দুর্বৃত্তরা আসিফ নাঈমকে গুলি করে পালিয়ে যান। ওই গুলি আসিফ নাঈমের বাম পায়ের রানে লাগে। পরে পথচারী অপর বন্দর কর্মচারী মোঃ আল-আমিন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে আসিফের পা থেকে গুলি বের করা হয়। তারপরও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে তার উন্নত চিকিৎসার জন্য রাত সোয়া ৯টার দিকে খুলনা সিটি মেডিকেলে পাঠানো হয়েছে। আসিফ নাঈম মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবিভাগে ওয়ারলেস অপারেটর (বেতার চালক) পদে কর্মরত রয়েছেন।

আহত আসিফ নাঈম বলেন, সিবিএর (মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ) দ্বন্দ্বেই তার উপর এই গুলির ঘটনা ঘটেছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা অপরাধীদের সনান্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।