মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আল-ওয়াদি আল-কবির নামক এলাকায় এক মসজিদে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এখনো হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ জানা যায়নি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি বলছে, ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল। গুলির ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এ হামলায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
তবে এ ঘটনার বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তারা বলছে, হামলাকারী একজন। তিনি রাইফেল হাতে এই হামলা করেছেন। তবে, কী কারণে হামলা করেছেন, সে সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় ওমানে মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের হামলার এলাকা থেকে দূরে থাকার সতর্কতা জারি করেছে।
আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত দেশ ওমান। সুলতানি আমল থেকেই দেশটিতে এমন সহিংসতা বিরল। তাই ঠিক কি কারণে এ হামলা তা বের করতে কাজ করছে দেশটির পুলিশ।