ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পিতৃত্ব অস্বীকার প্রবাসী স্বামীর, গলা কেটে যমজ সন্তানকে খুন

  • NEWS 21 BANGLA TV
  • আপডেট সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

পিতৃত্ব অস্বীকার প্রবাসী স্বামীর, গলা কেটে যমজ সন্তানকে খুন

স্বামী সৌদি প্রবাসী। কিছু দিন আগে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। তখনই তিনি দেখেন, স্ত্রী অন্তঃসত্ত্বা। কিছু দিনের মধ্যে যমজ সন্তানের জন্মও দেন তার স্ত্রী। এর পরেই ওই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন যুবক। তার অভিযোগ, স্ত্রীর সঙ্গে তিনি যথেষ্ট সময় কাটাননি। দীর্ঘ দিন পর বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। এই সময়ের মধ্যে অন্য কোনো যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে বলে সন্দেহ প্রকাশ করেন যুবক।

তিনি জানান, ওই যমজ সন্তানের বাবা তিনি নন, অন্য কেউ। এরপরই ওই জমজ সন্তানের গলা কেটে হত্যা করেন তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়।

পুলিশ জানিয়েছে, সন্তানের পিতৃপরিচয় নিয়ে দম্পতির মধ্যে অশান্তি হয়। অশান্তির মাঝে সদ্যজাত যমজ সন্তানদের নিয়ে বাড়ির সামনের একটি মাঠে চলে যান তার স্ত্রী। সেখানে ধারালো অস্ত্র দিয়ে দুই সন্তানের গলা কেটে ফেলেন। ঘটনার পর স্থানীয়রা যমজ সন্তানকে হত্যার জন্য প্রথমে যুবককেই দায়ী করছিলেন।
অনেকেই ভেবেছিলেন, স্ত্রীর ওপর রাগ থেকে যুবক এই কাণ্ড ঘটিয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা তদন্ত শুরু করে। তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরার মুখে তিনি খুনের কথা স্বীকার করে নেন।
পুলিশকে ওই গৃহবধূ জানিয়েছেন, স্বামী যমজ সন্তানের পিতৃত্ব স্বীকার করতে না চাওয়ায় তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিতৃত্ব অস্বীকার প্রবাসী স্বামীর, গলা কেটে যমজ সন্তানকে খুন

আপডেট সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

স্বামী সৌদি প্রবাসী। কিছু দিন আগে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। তখনই তিনি দেখেন, স্ত্রী অন্তঃসত্ত্বা। কিছু দিনের মধ্যে যমজ সন্তানের জন্মও দেন তার স্ত্রী। এর পরেই ওই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন যুবক। তার অভিযোগ, স্ত্রীর সঙ্গে তিনি যথেষ্ট সময় কাটাননি। দীর্ঘ দিন পর বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। এই সময়ের মধ্যে অন্য কোনো যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে বলে সন্দেহ প্রকাশ করেন যুবক।

তিনি জানান, ওই যমজ সন্তানের বাবা তিনি নন, অন্য কেউ। এরপরই ওই জমজ সন্তানের গলা কেটে হত্যা করেন তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়।

পুলিশ জানিয়েছে, সন্তানের পিতৃপরিচয় নিয়ে দম্পতির মধ্যে অশান্তি হয়। অশান্তির মাঝে সদ্যজাত যমজ সন্তানদের নিয়ে বাড়ির সামনের একটি মাঠে চলে যান তার স্ত্রী। সেখানে ধারালো অস্ত্র দিয়ে দুই সন্তানের গলা কেটে ফেলেন। ঘটনার পর স্থানীয়রা যমজ সন্তানকে হত্যার জন্য প্রথমে যুবককেই দায়ী করছিলেন।
অনেকেই ভেবেছিলেন, স্ত্রীর ওপর রাগ থেকে যুবক এই কাণ্ড ঘটিয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা তদন্ত শুরু করে। তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরার মুখে তিনি খুনের কথা স্বীকার করে নেন।
পুলিশকে ওই গৃহবধূ জানিয়েছেন, স্বামী যমজ সন্তানের পিতৃত্ব স্বীকার করতে না চাওয়ায় তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে।