ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় পলাতক দুই আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হেলিকপ্টারযোগে তাদের ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু ট্রাই-টাওয়ারে হেলিকপ্টারটি নামবে।
ডিবির এক সূত্র জানিয়েছে, রাজারবাগ অথবা পূর্বাচলের যেকোনো এক জায়গায় নামানো হবে আসামিদের। এর আগে, দুজনের সন্ধানে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। যার নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। একাধিক টিম খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। ধারণা করা হচ্ছে, তাদের গোপন অবস্থান জানতে পেরেই চালানো হয় ওই সাঁড়াশি অভিযান।