ইহরাম থাকা অবস্থায় বেশ কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো সম্পাদন করা হয়, সে ক্ষেত্রে আপনাকে ‘দম’ বা পশু কোরবানি দিতে হবে। ইহরামরত অবস্থায় যে কাজগুলো করা যাবে না, সেগুলো হলো–
–চুল বা নখ কাটা।
–সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা।
–পুরুষরা সেলাই করা কাপড় পরিধান করতে পারবেন না।
–নারীরা মুখ ঢাকতে পারবেন না বা হাতে গ্লাভস পরতে পারবেন না।
–পশু শিকার করা যাবে না। মশা, মাছিও মারা যাবে না।
–গাছ বা পাতা ছেঁড়া যাবে না।
–কারও পড়ে যাওয়া জিনিস ওঠানো যাবে না, যদি না ফেরত দেওয়ার জন্য ওঠানো হয়।
–স্বামী-স্ত্রী সহবাস করা যাবে না।
–কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না।
–ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া যাবে না।
তবে ইহরাম থাকা অবস্থায় কিছু কাজ করা যেতে পারে। যেমন– বেল্ট পরা, হিয়ারিং এইড, পাওয়ার চশমা পরা ইত্যাদি। গোসল করা। তবে সাবান হবে গন্ধহীন। ইহরামের কাপড় ধোয়া বা নতুন ইহরামের কাপড় পরা ইত্যাদি।