ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নয়না’র প্রেমে পড়েছেন বালাম

২০০৭ সালে দেশের সংগীতাঙ্গনে দাপুটে বিচরণ ছিল বালামের। একের পর এক হিট গান উপহার দিয়েছেন। ‘একমুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’, ‘একাকী মন আজ নীরবে’সহ বেশ কিছু গান আলোচনায় ছিল। বোন জুলির সঙ্গেও একাধিক গান এবং ‘বালাম ফিচারিং জুলি’ শিরোনামে অ্যালবামও বেশ সাড়া ফেলে।

ফেলে আসা বছরে ‘ও প্রিয়তমা’ গান গেয়ে রাজকীয় ফেরা হয়েছে ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা বালামের। এ বছর ‘রাজকুমার’ গেয়ে আরও এক ধাপ এগিয়ে নেন নিজেকে। তার আগে কয়েক বছর ধরে গানে অনিয়মিত ছিলেন একসময়ের আলোচিত এই গায়ক। হঠাৎ হঠাৎ একটি–দুটি গান প্রকাশ করলেও হিট–সুপারহিটের দেখা পাচ্ছিলেন না। ভক্তদের মনও যেন বিষণ্ন ছিল।

২০২৩ সালে ভক্তদের বিষণ্ন মনে আকাশে ঝলমলে রোদ হয়ে এলেন বালাম। পুষিয়ে দিলেন বিরতির পুরোটা। ‘ও প্রিয়তমা’ গান দিয়ে শ্রোতাদের মনে আবারও প্রিয় হয়ে উঠলেন তিনি। নবজন্ম হয় বালামের। কারও মতে, বিরতির পর এ যেন দুর্দান্ত প্রত্যাবর্তন। শিল্পী নিজেও মনে করেন, এর চেয়ে আর অসাধারণভাবে ফিরে আসা যায় না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নয়না’র প্রেমে পড়েছেন বালাম

আপডেট সময় : ১২:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

ফেলে আসা বছরে ‘ও প্রিয়তমা’ গান গেয়ে রাজকীয় ফেরা হয়েছে ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা বালামের। এ বছর ‘রাজকুমার’ গেয়ে আরও এক ধাপ এগিয়ে নেন নিজেকে। তার আগে কয়েক বছর ধরে গানে অনিয়মিত ছিলেন একসময়ের আলোচিত এই গায়ক। হঠাৎ হঠাৎ একটি–দুটি গান প্রকাশ করলেও হিট–সুপারহিটের দেখা পাচ্ছিলেন না। ভক্তদের মনও যেন বিষণ্ন ছিল।

২০২৩ সালে ভক্তদের বিষণ্ন মনে আকাশে ঝলমলে রোদ হয়ে এলেন বালাম। পুষিয়ে দিলেন বিরতির পুরোটা। ‘ও প্রিয়তমা’ গান দিয়ে শ্রোতাদের মনে আবারও প্রিয় হয়ে উঠলেন তিনি। নবজন্ম হয় বালামের। কারও মতে, বিরতির পর এ যেন দুর্দান্ত প্রত্যাবর্তন। শিল্পী নিজেও মনে করেন, এর চেয়ে আর অসাধারণভাবে ফিরে আসা যায় না।