ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ করে নির্যাতন, গ্রেফতার ৫

  • Meghla
  • আপডেট সময় : ০১:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগে পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মুক্তিপণের জন্য অপহরণ ও নির্যাতনের এ ঘটনা ঘটে গত রবিবার বিকেলে।

গ্রেফতারকৃতরা হলেন- সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো. স্বাধীন মিয়া, ভাটিরচর এলাকার আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাজ্জাদ হোসেন ও গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল।

ভুক্তভোগী শাকিল মিয়া (ময়নামতি মীরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে) ও তার বন্ধু শাওন মিয়া (মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে) বালুর ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে মহাসড়কের দড়িকান্দি এলাকায় যান। সেখানে ৪-৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে এবং জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাদের কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃতদের পরিবার বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা দেয়। ঘটনার পরদিন স্থানীয়দের সহযোগিতায় পুলিশ স্বাধীন ও ফয়সালকে আটক করে। তাদের দেওয়া তথ্যে রাতেই বাকিদেরও গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ্য টাকা জরিমানা

সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ করে নির্যাতন, গ্রেফতার ৫

আপডেট সময় : ০১:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগে পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মুক্তিপণের জন্য অপহরণ ও নির্যাতনের এ ঘটনা ঘটে গত রবিবার বিকেলে।

গ্রেফতারকৃতরা হলেন- সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো. স্বাধীন মিয়া, ভাটিরচর এলাকার আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাজ্জাদ হোসেন ও গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল।

ভুক্তভোগী শাকিল মিয়া (ময়নামতি মীরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে) ও তার বন্ধু শাওন মিয়া (মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে) বালুর ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে মহাসড়কের দড়িকান্দি এলাকায় যান। সেখানে ৪-৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে এবং জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাদের কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃতদের পরিবার বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা দেয়। ঘটনার পরদিন স্থানীয়দের সহযোগিতায় পুলিশ স্বাধীন ও ফয়সালকে আটক করে। তাদের দেওয়া তথ্যে রাতেই বাকিদেরও গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।