ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে রোহিঙ্গা তরুণ নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছে দুই কিশোর। রবিবার সন্ধ্যায় ক্যাম্পের সি ব্লকে কিশোর-তরুণদের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, এক তরুণীকে উত্ত্যক্তের জেরে দুই পক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে নুর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত তরুণের নাম নুর হোসেন ওরফে সাইফুল সি ব্লকেরই বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আহত দুই কিশোরকেও চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক।

পুলিশ ও রোহিঙ্গা নেতারা জানান, এক রোহিঙ্গা তরুণীকে উত্ত্যক্তের জেরে আশ্রয়শিবিরের পাশে ফুটবল খেলার মাঠে দুই পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মারামারি শুরু হলে ছুরিকাঘাতে তিনজন আহত হন। তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছুরিকাঘাতে রোহিঙ্গা তরুণ নিহত

আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছে দুই কিশোর। রবিবার সন্ধ্যায় ক্যাম্পের সি ব্লকে কিশোর-তরুণদের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, এক তরুণীকে উত্ত্যক্তের জেরে দুই পক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে নুর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত তরুণের নাম নুর হোসেন ওরফে সাইফুল সি ব্লকেরই বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আহত দুই কিশোরকেও চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক।

পুলিশ ও রোহিঙ্গা নেতারা জানান, এক রোহিঙ্গা তরুণীকে উত্ত্যক্তের জেরে আশ্রয়শিবিরের পাশে ফুটবল খেলার মাঠে দুই পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মারামারি শুরু হলে ছুরিকাঘাতে তিনজন আহত হন। তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।