কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) বিকালে ১নং প্রাগপুর ইউনিয়নের জয়পুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান সোনা মেম্বরের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন- আহবায়ক ,আলহাজ্ব বিল্লাল হোসেন ও উপজেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আহবায়ক, শাহাবুল ইসলাম, এবং যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা শাখা, এবং জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সদস্য সচিব দৌলতপুর উপজেলা শাখা, অহিদুল ইসলাম নেন্টু মোল্লাসহ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাগপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে
এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন,আমরা চাই সবাইকে নিয়ে একটি সুখি সমৃদ্ধশালী দেশ গঠন করতে।
এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় ও আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।