ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৬৯

  • meghla
  • আপডেট সময় : ০১:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীতে ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

এ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত অভিযানে ৪ হাজার ১৬৬ জনকে গ্রেপ্তার করা হলো। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাত, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, মাদক কারবারিসহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি আছেন। এ ছাড়া আছেন পরোয়ানাভুক্ত আসামি।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি পিকআপ, পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন, আটটি চাকু, একটি চাপাতি, একটি বড় ছুরি, একটি লোহার রেঞ্জ, একটি লোহার রড, দুটি ককটেল সদৃশ বস্তু, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজার ১৩২টি ইয়াবা, ১৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা। এসব ঘটনায় ৬৩টি মামলা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০ থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি তল্লাশিচৌকি পরিচালনা করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৬৯

আপডেট সময় : ০১:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

রাজধানীতে ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

এ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত অভিযানে ৪ হাজার ১৬৬ জনকে গ্রেপ্তার করা হলো। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাত, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, মাদক কারবারিসহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি আছেন। এ ছাড়া আছেন পরোয়ানাভুক্ত আসামি।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি পিকআপ, পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন, আটটি চাকু, একটি চাপাতি, একটি বড় ছুরি, একটি লোহার রেঞ্জ, একটি লোহার রড, দুটি ককটেল সদৃশ বস্তু, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজার ১৩২টি ইয়াবা, ১৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা। এসব ঘটনায় ৬৩টি মামলা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০ থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি তল্লাশিচৌকি পরিচালনা করে।