জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ ফ্রেরুয়ারি) বেলা ১১টায় সাটুরিয়া উপজেলার ভাসিয়ালী কৃষ্টপুর গ্রামে মৃত আলমগীরের ছেলে জসীম উদ্দিন ও তার স্ত্রী মুন্নী বেগম (১৯)-এর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ট্রাক্টর মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে মারতে গেলে দাদি জাহানারা বেগম ফেরাতে আসেন।
পরে চিৎকার-চেঁচামেচি শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।