কক্সবাজারের কুতুবদিয়ায় মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ইকবাল হোসেন ওরফে বাবুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলী আকবর ডেইল ইউনিয়নের কাউয়ার ডেইল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কুতুবদিয়াথানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন জানান, গত বছরের ১৮ নভেম্বর আলী আকবর ডেইল মশরফ আলী সিকদার পাড়ার ইকবাল হোসেন নিজ বাড়িতে ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ইকবাল। ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।
তিনি আরও জানান, আসামি দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।