কুষ্টিয়া ৪৭ বিজিবি একই দিনে বিশ লক্ষ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক।কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মাহবুব মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।তিনি জানান ১২ ফেব্রুয়ারি জেসিও নায়েক সুবেদার সুবেদার আব্দুল হামিদের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ত্রিমহোনী বাইপাস রোড হতে বেনাপোল টু সিরাজগঞ্জ রুটের সোহাগ আর এম এন্টার প্রাইজ পরিবহনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক পাবনার ঈশ্বরদীর মালা বেগমের ভারতীয় কসমেটিক্স সামগ্রীসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য একাত্তর হাজার আটশত তিরানব্বই টাকা।অন্য দিকে ১২ ফেব্রুয়ারি পোড়াদাহ রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯ শত ৮০ গ্রাম ভারতীয় হোরোইন উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য উনিশ লক্ষ ষাট হাজার টাকা।
কুষ্টিয়া ৪৭ বিজিবি একই দিনে সর্বমোট বিশ লক্ষ একত্রিশ হাজার আটশত তিরানব্বই টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।