শিরোনাম
মহেশখালীতে এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে হোপ হসপিটাল উদ্বোধন অসহায় গৌরদাসের পাশে ইউএনও মঈনুল হক নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি যাদের দোয়া কবুল হয় না নওগাঁ সরকারি কলেজে মেলা পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ গুম-আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু : মাহফুজ আলম রমজানে রাজধানীর ২৫ স্পটে সুলভে মিলবে মাংস-ডিম-দুধ গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন মঞ্জুর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

মনিরুজ্জামান শেখ জুয়েল কোটালীপাড়া (গোপালগঞ্জ):
আপলোড সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে ভিডিওতে দাবী করা হয়।
ওই ভিডিওতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে কোটালীপাড়া উপজেলার কয়েকটি বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়।

শীতবস্ত্র বিতরণের ওই ভিডিও শামীম দাড়িয়া, জেলা ছাত্রলীগের নিউটন মোল্লা তাদের ফেসবুকে পোষ্ট করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা তার বক্তব্যতে দাবী করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভিডিওতে শেখ হাসিনা ও শামীম দাড়িয়ার জন্য দোয়া চাওয়া হয়।

তবে শামীম দাড়িয়ার উদ্যোগে কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হলেও তাকে কোটালীপাড়া উপজেলায় দেখা যাচ্ছে না। শামীম দাড়িয়াসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীরা ৫ আগস্টের পর কিছু দিন এলাকায় থাকলেও আইনশৃংখলা বাহিনীর ধরপাকড় শুরু হলে তারা আত্মগোপনে চলে যায়।

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর এ উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা ব্যাপক আন্দোলন শুরু করে। তখন তারা কাফনের কাপড় মাথায় বেঁধে ঘোষণা করেছিলেন,শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোন নেতা-কর্মী ঘরে ফিরবেন না। কিন্তু এর কিছু দিন পরে দলীয় নেতা-কর্মী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

গত ১৭ বছর বছর ধরে কোটালীপাড়া উপজেলা আওয়া লীগ কার্যালয় ও উপজেলা সদর ঘিরে দলীয় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত থাকলেও এখন সেখানে সুনসান নিরবতা।কার্যালয়ে ঝুলছে তালা।


এই বিভাগের আরও খবর