চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কুরকী সিএনজি স্ট্যান্ড শাহী জামে মসজিদে বাদ যোহর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে পালিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অত্র মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন সিরাজী। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারী মোঃ ময়নুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউজ্জামান লুৎফর, চৌহালী উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল বিএসসি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।