গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদারের বাড়ি চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুরর হমান, সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদের আহবায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদারসহ প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।